Resolution of meeting on reunion

বাংলাদেশ ইনল্যান্ড মেরিন ক্যাডেট ওয়েল ফেয়ার এসোসিয়েশন (বিমকো) কর্তৃক আয়োজিত পূনর্মিলনী-২০১৩ প্রস্ত্ততি মূলক সভার কার্য্যবিবরনীঃ-

অদ্য ২১/০১/২০১৩ইং তারিখ ১৪৩০ ঘটিকায় বিআইডব্লিউটিএ ভবনে বাংলাদেশ ইনল্যান্ড মেরিন ক্যাডেট ওয়েল ফেয়ার এসোসিয়েশন (বিমকো) কর্তৃক আয়োজিত পূনর্মিলনী-২০১৩ প্রস্ত্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সর্ব
সম্মতিক্রমে জনাব, আঃ হান্নান তালুকদার (A ব্যাচ) সভাপতিত্বে এ.কে.এম শাহজাহান (O ব্যাচ) এর পরিচালনায় সভার কাজ শুরু হয়। সভার শুরুতে সদস্য সচিব জনাব আঃ মোতালেব (M ব্যাচ) ইতিপূর্বেকার ২ টি প্রসত্মতিমূলক সভার সংক্ষিপ্ত বিবরন তুলে ধরেন। সময়ের অভাবে উক্ত ২ টি সভার কার্য্যবিবরনী লিখিত ভাবে সকল সদস্যদের জানান সম্ভব হয়নি বিধায় তিনি উক্ত সভায় সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান যে ২ টি পত্রিকায় বিজ্ঞপ্তি রেজিষ্ট্রেশন ফরম ও  কূপন বই ছাপানো সহ বিভিন্ন এলাকায়/অঞ্চলে বিতরন এর কাজ ইতিমধ্যে সমাপ্ত করা হয়েছে। তিনি আরো জানান যে, বিগত ২ টি সভায় উপস্থিত সদস্যদের নিকট হতে যে অর্থ সংগ্রহ করা হয়েছে  তার চেয়ে আরো বেশী টাকা ইতিমধ্যে খরচ হয়ে গিয়েছে। কাজেই পরবর্তী কার্য্যক্রম চালানোর জন্য সদস্যদের নিকট হতে ডোনেশন সহ কাঙ্খিত লক্ষ্যমাত্রা পৌঁছানোর জন্য আরো বেশী করে পারষ্পরিক যোগাযোগ ও অর্থ সংগ্রহের জন্য অর্থ উপকমিটি, স্ম^রনীকার  জন্য উপ-কমিটি গঠনের উপর আলোচনা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের নাম, ব্যাচ নং, মোবাইল নং নিম্নে উল্লেখ করা হলোঃ-

ক্রঃনং    নাম                                 ব্যাচ    টেলিফোন নং
১।    মোঃ এমদাদুল হক                       D    ০১৭১২৭৮৯৪৯৭
২।    মোঃ জহিরুল আলম খান                  D    ০১৭১২৯০৮২৯৫
৩।    মোঃ গিয়াস উদ্দিন                        J    ০১৭২৬৬৫১২৯৭
৪।    মোঃ খালিদ উমর                        C    ০১৯৬৬৮৪৮৯৭১
৫।    মোঃ আশরাফ আলী                      C    ০১৭১৫৭৫১০৩৩
৬।    মোঃ হেলাল উদ্দিন খন্দকার               P    ০১৭১১০১১৩৭১
৭।    মোঃ আঃ মোতালেব                     M    ০১৭১১১৮৫০৮৩
৮।    মোঃ গোলাম মোসত্মফা                  H    ০১৭১৮২৬৪৫৩১
৯।    মোঃ ফিরোজ কায়সার আযম              J    ০১৭১২৩৪৯০০৩
১০    মোঃ আঃ হান্নান                         A    ০১৮১৬৩৪১৮৮০
১১।    মোহাম্মদ শাহজাহান আলী               E    ০১৭১৫০৫৫৬১৫
১২।    মোঃ আশরাফ উদ্দিন ভূঁইয়া             J    ০১৭১১৩৯০১৫৯
১৩।    মোঃ আঃ সোবাহান                    K    ০১৭১২২৭২০৩০
১৪।    এ.কে.এম.শাহজাহান                  O    ০১৭১৬৭৩০৪১৭
১৫।    মোঃ ফিরোজ আহম্মেদ                N    ০১৯১৭২৮৩৫৫৮
১৬।    মোঃ শওকত আলী খান               O    ০১৭১২০১৬৬১৬
১৭।    মোঃ কামরুজ্জামান                    Y    ০১৭১২৭০৩৪৬৭
১৮।    মোঃ মোজাফ্ফর হোসেন               O    ০১৭১২০১২৮১৯
১৯।    মোঃ আলী আকবর মিলন              O    ০১৭১৪১০০৪৭১
২০।    মোঃ দেলোয়ার হোসেন                I    ০১৭১১৯০৭৬৬০
২১।    মনির আহম্মেদ চৌধুরী                 U    ০১৭১১০৫৮৪৭১
২২।    মোঃ জাকির হোসেন                   U    ০১৭২০৪৬৩৮৭৪
২৩।    মোঃ খাজা ই আলম                   H    ০১৮১৪৮৮৩৬২১
২৪।    মোঃ ইউনুস                          M    ০১৭১১৭৮০৫৯২
২৫।    তরুন কুমার সরকার                  M    ০১৭১৫২১৬৯০৬
২৬।    আহমেদুর রহমান                      I    ০১৭১১৮৫৯৬১২
২৭।    আলমগীর শাহরিয়ার শাহিন             I    ০১৭১২১৫৮৮০০
২৮।    খন্দকার মহিউদ্দিন আহম্মেদ           K    ০১৭১১৪৮৬৫১৬
২৯।    মোঃ সাদেক আলী                    H    ০১৭১১৮৬১২৪৫
৩০।    মোঃ আসাদুজ্জামান                   O    ০১৭১১৩৪৩৪৬৪
৩১।    মোঃ ইদ্রিস আলী                      I    ০১৮১৯৮৭৭৬৯৮
৩২।    মোঃ পেয়ার আহম্মেদ মজুমদার        K    ০১৭১১২৩১৪৬৩
৩৩।    আব্দুর রাজ্জাক                       B    ০১৭১১২২৭২৫৭
৩৪।    এম.এম. আব্দুল হাই                 E    ০১৭১১১১১১৮৪
৩৫।    মোঃ মাহফিলুর রহমান                N    ০১৮১৩১১৪১০৯
৩৬।    মোঃ কবির হোসেন                   B1    ০১৮১৯৬৩০৪৬৭
৩৭।    মোহাম্মদ হানিফ                     A1    ০১৮১৫৪৫৪৭৪৯
৩৮।    মোঃ আলমগীর মিজি                 S    ০১৭১৫২৮৬০৫৮
৩৯।    মোঃ মাহবুবুল আলম                  V    ০১৭১০৮৭৬৯০৬
৪০।    মোঃ শফিকুল ইসলাম                 L    ০১৮১৬৫০৩৬২২
৪১।    মোঃ আবুল হাসনাত                   L    ০১৮১৬৫২৭০৯৮

সভায় নিম্ন লিখিত বিষয়ে আলোচনা ও সিদ্ধামত্ম গৃহীত হয়ঃ-

১) পূনর্মিলনী অনুষ্ঠানে দাবীদাওয়া ও বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে মন্ত্রী মহোদয় বা মন্ত্রণালয় সম্পর্কীত অতিথি বৃন্দের আমন্ত্রণ জানান হবে কিনা বিষয়ে সদস্যগন ব্যাপক আলোচনা করেন। আলোচনা শেষে সিদ্ধামত্ম হয় যে, যেহেতু দীর্ঘ প্রায় ৪২ বৎসরের মধ্যে এ ধরনের আর কোন অনুষ্ঠান DEPTC তে হয়নি সেহেতু পারষ্পরিক মিলন এবং পারিবারিক ভাবে উপভোগের জন্য এ অনুষ্ঠানটি শুধুমাত্র পূনর্মিলনী অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে পারষ্পরিক পরিচিতি পর্ব, র্যা ফেল ড্র, দুপুরের খাবার, মহিলাদের পিলো পাসিং, ছেলেমেয়েদের মধ্যে প্রতিযোগিতামূলক যেকোন খেলাধূলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পূরষ্কার বিতরনী অমত্মর্ভূক্ত থাকবে।

এ বিশাল আয়োজনে আর্থিক ব্যয় নির্বাহের জন্য ফান্ড গঠন করা, ডোনেশন সংগ্রহ করা, রেজিষ্ট্রেশন এর মাধ্যমে সদস্য ফি সংগ্রহ করা নিয়ে ব্যপক আলোচনা হয়। বিদেশে কর্মরত ক্যাডেটদের, রেজিষ্ট্রেশন ফরম পূরনের জন্য  সর্বসম্মতিক্রমে একটি ওয়েব সাইট http:/bimcwa.blogspot.com./ ই-মেইল bimcwa@gmail.com. ব্যবহারের সিদ্ধামত্ম গৃহীত হয়।

উল্লেখ্য সভায় ইতিপূর্বে অনুষ্ঠিত দ্বিতীয় সভার সিদ্ধামত্ম মোতাবেক দেশে এবং দেশের বাহিরে যে সমসত্ম ক্যাডেট বৃন্দ ভালো অবস্থানে চাকুরী, ব্যবসা এবং অন্যান্য পেশায় নিয়োজিত আছেন তাদের মধ্যে হতে মোট ৭০ জনের ‘‘ডোনার সদস্য’’ হিসাবে নামের তালিকা প্রকাশ করা হয়। এসব সন্মানিত সদস্যদের নিকট হতে দায়িত্ব প্রাপ্ত প্রত্যেক সেক্টরের অর্থ উপ-কমিটির সদস্য বৃন্দ যার যার আওতার মধ্যে থাকবে অথবা অধিকতর সম্পর্কীত সদস্যের মাধ্যমে আদায়ের জন্য অত্র সভা হতে সিদ্ধামত্ম গৃহীত হয়। সন্মানিত ডোনার সদস্যদের নামের তালিকা এতদসংগে সংযুক্ত করা হলো।

অঞ্চল ভিত্তিক কমিটি পূরনকৃত রেজিষ্ট্রেশন ফরম ও সংগৃহীত অর্থ এবং কূপন বই আগামী ১০/০২/২০১৩ইং তারিখের মধ্যে কোষাধ্যক্ষ জনাব মোঃ ইউনুস (০১৭১১-৭৮০৫৯২) এর নিকট পৌছাতে হবে। A/C. Md. Younus , Sb No- 0017- 0310035174, Trust Bank Ltd, Dilkusha Corporate Branch, Dhaka.
  
অর্থ-উপকমিটি নিম্নলিখিত ভাবে গঠন করা হয়।
অঞ্চল ভিত্তিক অর্থ উপ-কমিটিঃ-

(ক)  বিআইডব্লিউটিএ , নারায়ণগঞ্জ অঞ্চল।             (খ) বিআইডব্লিউটিসি, প্রধান কার্যালয়ঃ-
১। জনাব, আশরাফ উদ্দিন ভূঁইয়া।                     ১। খন্দকার মহিউদ্দিন আহম্মেদ রতন।
২। মোঃ গোলাম মোসত্মফা।                          ২। মোঃ দেলোয়ার হোসেন।
৩। তরুন কুমান সরকার।                            ৩। মোঃ পেয়ার আহম্মেদ মজুমদার।
৪। মোঃ জাকির হোসেন।                             ৪। এবিএম ফারুক।

(গ) চট্রগ্রাম অঞ্চল                                  (ঘ) মাওয়া অঞ্চলঃ-
১। মোঃ সাদেক আলী।                           ১। মোঃ আহম্মেদ আলী।
২। কাজী আব্দুল হক।                            ২। মোঃ শফিকুল ইসলাম লিটন।
৩। আহম্মেদুর রহমান পিন্টু।                      ৩। মোঃ খলিলুর রহমান।
৪। মোঃ আব্দুল মোতালেব।
৫। মোঃ আবুল কালাম
৬। মোঃ নিজাম উদ্দিন।                          (চ) আরিচা অঞ্চলঃ-
৭। মোঃ সাইফুল ইসলাম।                       ১। মোঃ আব্দুল কুদ্দুস হাওলাদার।
৮। মোঃ আরেফিন                              ২। মোঃ শফিকুল ইসলাম।
                                               ৩। মোঃ লুৎফর রহমান।            
(ঙ) বরিশাল অঞ্চলঃ-   
১। মোঃ গোলাম ইনুর আহম্মেদ।                   (ছ) খুলনা অঞ্চলঃ-
২। মোঃ আশরাফ হোসেন।                        ১। মোঃ সাইজউদ্দিন।         
৩। মোঃ সাইদুর রহমান।                         ২। মোঃ মান্নান মল্লিক।
                                                ৩। মোঃ সাইদুল হক
                                                       
(জ) নারায়ণগঞ্জ অঞ্চলঃ-                    (ঝ) আমত্মর্জাতিক কমিটিঃ-
১। এ.কে.এম শাহজাহান।                     ১। মোঃ জাহাঙ্গীর হোসেন।
২। ফরিদউদ্দিন আহম্মেদ                     ২। মোঃ শওকত আলী খান লিটন।
৩। মোঃ মনির হোসেন মঞ্জু।   

(ঞ) প্রাইভেট অঞ্চলঃ-
১। মোঃ আবুল হাসনাত টিপু।
২। মোঃ রহমতউল্লাহ মজুমদার।
৩। মোঃ আলী আকবর মিলন।

সভায় একটি স্বরনীকা প্রকাশ করার বিষয়ে সবাই অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি রেজিঃ ফরম এর তথ্যাবলী নিয়ে ১ টি ডাইরেক্টরী প্রকাশ করার ব্যাপারে আলোচনায় বক্তারা বক্তব্য দেন। বক্তব্য শেষে সিদ্ধামত্ম বাসত্মবায়নের লক্ষ্যে একটি স্বরনীকা উপকমিটি গঠন করা হয় যা নিম্নরূপঃ-

১. আহবায়ক         জনাব, এমদাদ হোসেন বাদশা
২. সদস্য         জনাব, খালিদ ওমর
৩. সদস্য         জনাব, সাদেক আলী
৪. সদস্য         জনাব, মনিরুজ্জামান খান চৌধুরী
৫. সদস্য            জনাব, হাবিব মুঃ বদরুল আলম

স্বরনীকা উপকমিটি বিজ্ঞাপন, লেখা আহবান এবং অন্যান্য তথ্যাবলী সংগ্রহের জন্য যে কোন সদস্যকে কো-অপ্ট করতে পারবেন। সভায় আর কোন আলোচনা না থাকায় আগামী ৩রা ফেব্রুয়ারী ২০১৩ বিকাল ১৪০০ ঘঃ বিআইডব্লিউটিএ ভবনে তৃতীয় তলায় অগ্রগতি আলোচনার নিমিত্বে পরবর্তি সভা আহবান করে সভাপতি অদ্যকার সভার সমাপ্ত ঘোষনা করেন।


    (মোঃ আব্দুল হান্নান তালুকদার)
      সভার সভাপতি

6 comments:

  1. আমার একটা লেখা দিতে চাই। গল্প কবিতা বা যাই হোক।

    ReplyDelete
  2. it will be great,great and great approching of unity............... for all cadet.


    mohd. shafiqul islam
    batch-A1
    shafiqulmt@gmail.com

    ReplyDelete
  3. প্রিয় শফিক,
    তোমার যোগাযোগের জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার মেইল এড্রেস পেলাম তবে তোমার সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নম্বরটাও জানাবে আসা করছি।

    শুভ কামনা।

    ReplyDelete
  4. Well done sir. এই রকম একটা ব্লগ এর দরকার ছিল। আপনাকে অনেক ধন‍্যবাদ।

    ReplyDelete
  5. Md Wahidul islam
    Batch N1
    e-mail; islam.wahid49@gmail.com
    Service; fishing vessel.

    ReplyDelete
  6. ধন্যবাদ ওয়াহিদ। তালিকাভুক্ত করে নিব পরে একসাথে আপডেট করা হবে।
    াবার ধন্যবাদ।
    যেখানেই থাক ভাল থাকবে আর সুস্থ থাকবে।

    ReplyDelete

Your Comments

Recent Comments
Back to Top