দুরন্ত দুর্বার

                              ছবিঃ ইন্টারনেট
যাদের জন্য আজ আমরা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়ে গর্ব বৈধ করছি, যাদের জন্য আজ এই আমাদের বাংলা ভাষা একটি জাতীয় ভাষার সম্মান পেয়েছে, যাদের জন্য এই ভাষা অনুসরনে আজ বিশ্বে মাত্রি ভাষা দিবস উদযাপিত হচ্ছে সেই ভাষা শহীদদের সম্মানে নিবেদিত।

আমরা দুরন্ত চঞ্চল দুর্বার
ভেঙ্গে যাই দুর্গম পারাবার
অসীম উদাসীন পথে
ঝংকার তুলে ভেঙ্গে যাই বন্ধন।।
 দীপ্ত চিত্তে এগোব এবার
কণ্টকিত পথ হবে উদ্ধার
মুছে ফেলব সকল শংকা
অগ্নিশিখা জ্বেলে অনাহুত ক্রন্দন।।

তরুন অরুণ বরণে আঁধার
বিতারিব বিদ্যুৎ বেগে
আবার গর্জিবে চিরনবীন হুংকার
গড়ব আজ সদা জাগ্রত জীবন।।
আসুন নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়ে গর্ব বোধ করি এবং অযথা ইংরেজীতে কচকচানি ত্যাগ করি। দেশের সকল সরকারি বেসরকারি অফিসে ইংরেজির গোলামি বন্ধ করার শপথ নিতে হবে। বেসরকারি পর্যায়ের রাজাকার মিরজাফরদের পতন কামনা করি যারা এখনও ইংরেজির পূজা করছে।

মোঃ খালিদ উমর (C)

No comments:

Post a Comment

Your Comments

Recent Comments
Back to Top