পথিকের গান


UK Ice river
আমিও পথিক, গাই পথিকের গান
দেশ বিদেশ ঘুরে এসেছি বঙ্গস্থান।
কত রঙ, আরো কত আছে তামাশা
আছে সবই শুধু নেই ভালবাসা।


পাঞ্জাব সিন্ধু গুজরাট ইলোরা
প্যারিস রোম হয়ে এসেছি আগ্রা।
তেহরান কাবুল দুবাই সোমালিয়া
টেক্সাস টরন্টো ফিলাডেলফিয়া।
পথে পথে ঘুরেছি, কত সাগর তীরে
হেঁটেছি সকাল সাঁঝে, জনতার ভীড়ে
খুঁজেছি হৃদয়ের ঠিকানা। লোকালয়ের কাছে
পাইনি কিছু, হতাশ আমি কুহেলিকার মাঝে।

বেলা বয়ে যায় হাসি কান্নায়
শীত বসন্ত মিছে গান গায়।
কে আছ কোথায়! বল শুনি বিধান,
পশুতে মানুষে কি আছে ব্যবধান?
চীন জাপান হাওয়াই হংকং মালয়েশিয়া
ব্যংকক ফিলিপাইন সিঙ্গাপুর ইন্দোনেশিয়া।
ভেসে যায় আকাশে বাতাসে রঙ্গীন ফানুষ
সাজান আছে সব দেখি নাই কোন মানুষ।
এ কোন পৃথিবী দেখেছি এত দিন
মনের জানালায় ওড়ে কি ধূলি রঙ্গীন?

No comments:

Post a Comment

Your Comments

Recent Comments
Back to Top